weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনাম কাপুর

প্রকাশ : ০২-১০-২০২৫ ১০:৫১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড এখন এক নতুন আবহে। বি-টাউনের ডিভারা একইসঙ্গে সামলাচ্ছেন মাতৃত্ব আর শোবিজ। কিছুদিন আগেই জানা গেল, মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। এবার সুখবর- আরেক জনপ্রিয় অভিনেত্রী সোনাম কাপুরও তা হতে চলেছেন। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ নিতে চলেছেন তিনি।

তারকা দম্পতি সোনম কাপুর এবং আনন্দ আহুজা তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। আনন্দের জোয়ার বইছে পুরো কাপুর এবং আহুজা পরিবারে। ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী ইতোমধ্যে তার গর্ভাবস্থার ফার্স্ট ট্রাইমিস্টার শেষ করে ফেলেছেন।

২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনিল কাপুর-কন্যা সোনম। এরপর ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়।

দুই বছর বয়সী বায়ুর জীবনে নতুন অতিথির আগমন নিঃসন্দেহে বাড়তি উচ্ছ্বাস নিয়ে এসেছে পরিবারে। যদিও সোনম বা আনন্দ কেউই আনুষ্ঠানিকভাবে তাদের দ্বিতীয় সন্তানের আগমনবার্তা ঘোষণা করেননি, তবে বলিউডের অন্দরমহল থেকে আসা এই গুঞ্জন এখন টক অব দ্য টাউন।

বর্তমানে মডেলিং ও ব্র্যান্ডিংয়ের কাজ করলেও তার হাতে রয়েছে নতুন ছবি ‘ব্যাটল ফর বিট্টোরা’-এর কাজ। দ্বিতীয়বার মা হওয়ার সঙ্গে সঙ্গে পেশাগত দায়িত্বও বেড়ে গেল এই অভিনেত্রীর। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আহুজা দম্পতি তাদের ভক্ত-অনুরাগীদের সঙ্গে এই বিশেষ আনন্দের খবর ভাগ করে নেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই