weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পল্লবী থানায় যুবকের হামলা, ওসিসহ আহত ৩

প্রকাশ : ১১-০৩-২০২৫ ১২:৪৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবী থানায় আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক হামলা চালান। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ তিন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হামলাকারী যুবকসহ চার জনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত ২টার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় এসে এই এলাকায় একটি মার্ডার হয়েছে বলে জানান। এরকম ঘটনা আমার জানা নেই বললে ওই যুবক বলেন- আপনারা এটি নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানেন। তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও জানিয়েছেন এরকম ঘটনা তাদের জানা নেই।’

ওসি বলেন, পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে তিনি তা দিতে অনিচ্ছা প্রকাশ করেন। তখন আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি অতর্কিতভাবে আমাকে কিল ঘুসি মারতে থাকেন। তখন এএসআই নাসির তা ঠেকাতে এগিয়ে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেন। এ ছাড়া সেকেন্ড অফিসারের কপালে ঘুসি মারেন। পরে আমরা তাকে আটক করি।

তিনি বলেন, আটকের পর ওই যুবক জানান, বাইরে একটি গাড়িতে আরো তিন জন রয়েছেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসেছেন বলে জানান। রাতে তারা ঘুরতে বেরিয়েছেন বলেও জানান। পরে আমরা ওই তিন জনকেও থানায় নিয়ে আসি। হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিমের বাড়ি গাজীপুরে।

এ ঘটনার পর আমরা তিন জন কুর্মিটোলা হাসপাতালে যাই। সেখানে এএসআই মো. নাসিরের হাত এক্সরে করে দেখা যায় তার আঙুলটি ভেঙে গেছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে’, জানান ওসি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট, সেই ওসি প্রত্যাহার ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট, সেই ওসি প্রত্যাহার ভাঙ্গায় অবরোধ চলছে, ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ ভাঙ্গায় অবরোধ চলছে, ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ কিরগিজস্তান থেকে দেশে ফিরেছেন ১৮০ বাংলাদেশি কিরগিজস্তান থেকে দেশে ফিরেছেন ১৮০ বাংলাদেশি কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত বছরে ২০ হাজার আত্মহত্যা, ৩৫ শতাংশ কিশোরী বছরে ২০ হাজার আত্মহত্যা, ৩৫ শতাংশ কিশোরী