weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পারিশ্রমিক নিয়ে ৫ মাস পর বিস্ফোরক মন্তব্য দীপিকার

প্রকাশ : ১২-১০-২০২৫ ১১:১০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
পারিশ্রমিক ও কর্মঘণ্টা নিয়ে শর্ত বেঁধে দেওয়ার জেরে বলিউডের দুইটি সিনেমা থেকে বাদ পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। প্রবল সমালোচনা ও বিতর্কের মধ্যেও অনেকদিন চুপ ছিলেন এ অভিনেত্রী। অবশেষে পাঁচ মাস পর নীরবতা ভাঙলেন তিনি। 

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ইনস্টাগ্রামে এক পোস্টে দীপিকা লিখেছেন, আপনি যখন কোনো কাজে যাদের সঙ্গে যুক্ত হবেন, তারা ওই কাজের সাফল্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আর সিনেমা থেকে বাদ হওয়া এবং ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে দীপিকা সোজাসাপ্টা কথা বলেছেন সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া সাক্ষাৎকারে।

দীপিকা বলেন, যে যা পারছে বলুক না। আসলে, আমার শিক্ষা এমন কথা বলায় সম্মতি দেয় না। একজন খেলোয়াড় হিসেবে বলতে পারি, চারপাশের কোলাহল থেকে নিজেকে কীভাবে বিচ্ছিন্ন রাখা যায়, সেই শিল্পটা আমার আয়ত্তে আছে।

গত বছরের সেপ্টেম্বরে মা হওয়ার পর দীপিকান নতুন কোনো সিনেমায় শুটিংয়ের খবর আসেনি।

তিনি আলোচনায় আসেন ‘স্পিরিট’ সিনেমা ঘিরে। মাসখানের আগে খবর আসে ২০ কোটি রুপি পারিশ্রমিক চাওয়ায়, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকাকে বাদ দিয়েছেন। এ ছাড়া সিনেমার লভ্যাংশেরও ভাগ চেয়েছিলেন নায়িকা।

দীপিকার ‘অস্বাভাবিক’ দাবির কারণেই নাকি পরিচালক এই সিদ্ধান্ত নেন। এ ছাড়া দীপিকা আট ঘণ্টার বাইরে কাজ করতেও অস্বীকৃতি জানিয়েছিলেন। বলেছিলেন তেলেগু ভাষায় সংলাপ বলতেও তার সমস্যা আছে।

‘স্পিরিট’ থেকে দীপিকার বাদ পড়ার ঘটনা নিয়ে বলিউডে এর পর শুরু হয় অভিনেত্রীর পক্ষে-বিপক্ষে বিতর্ক। এর মধ্যে শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে 'মতানৈক্যের জেরে' ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিকুয়েল থেকেও বাদ পড়েন এই নায়িকা।

পারিশ্রমিক নিয়ে সাক্ষাৎকারে দীপিকা বলেন, এই বিষয়টি নিয়ে আমার লড়াই নতুন নয়। নীরবে পারিশ্রমিক নিয়ে লড়াই করেছি। অদ্ভুত কারণে সেই কখনো কখনো সামনে এসেছে। পারিশ্রমিক নিয়ে নীরবে এবং মর্যাদাপূর্ণভাবে লড়াই করাটাই কেবল আমি জানি।

দীপিকা বলেন, ভারতীয় চলচ্চিত্রজগৎকে শিল্প বলা হলেও সত্যিকার অর্থে শিল্পের মতো কাজ তারা করেননি। কাজের সময় নিয়ে বৈষম্যের কথা তুলে ধরেছেন দীপিকা, ‘পুরুষ তারকারা বহু বছর ধরেই আট ঘণ্টা কাজ করেন। আমি যদি নারী বলে এই দাবি জেদ মনে হয়, তাহলে তাই হোক। কিন্তু এটা তো গোপন কিছু নয় যে ভারতীয় চলচ্চিত্রশিল্পে অনেক পুরুষ সুপারস্টার বছরের পর বছর ধরে দিনে আট ঘণ্টা কাজ করছেন। এটা নিয়ে কখনই খবরের শিরোনাম হয়নি।

কারো নাম নিতে চান না মন্তব্য করে দীপিকা বলেন, তবে সবাই জানে, অনেক পুরুষ অভিনেতা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করেন, সাপ্তাহিক ছুটিতেও তারা কাজ করেন।

দীপিকার কথায় ভারতীয় চলচ্চিত্রশিল্পকে শিল্প কখনোই সংগঠিতভাবে চলেনি। পাশপাশি অভিনেত্রী এও বলেছেন, এই মুহূর্তে মাতৃত্ব চুটিয়ে উপভোগ করছেন তিনি। প্রতিদিন নতুন কিছু শিখছেন।

আগামীতে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমাতেও দেখা যাবে দীপিকাকে। এ ছাড়া তাকে দেখা যাবে আটলি পরিচালিত নতুন সিনেমায়। যেখানে তার বিপরীতে আছেন আল্লু অর্জুন। তবে অভিনয় কমিয়ে দিয়ে প্রযোজক হিসেবেই বেশি মনোযোগী হতে চাইছেন দীপিকা।

সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, আগামী বছর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাঁচটি সিনেমা প্রযোজনা করবেন দীপিকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই