weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রাক্তন প্রেমিককে চেনেন না বিপাশা বসু

প্রকাশ : ১৪-০৫-২০২৫ ১০:৩৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
একসময় বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন জন আব্রাহাম ও বিপাশা বসু। ২০০৩ সালে ‘জিসম’ ছবির সেটে প্রেমে পড়েন তারা। দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি ঘটে ২০১১ সালে। তাদের বিচ্ছেদ ছিল তখন তুমুল চর্চার বিষয়। আর সেই সম্পর্ক ভাঙার পেছনে নানা জল্পনাও তৈরি হয়েছিল।

জন ও বিপাশা দুজনেই আলাদা সাক্ষাৎকারে নিজেদের মতো করে বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করেছিলেন। তবে বেশ কয়েকবার বিপাশা ইঙ্গিত দিয়েছিলেন, সম্পর্কটা মোটেই সুখের ছন্দে শেষ হয়নি।

সেই অতীত আবারো আলোচনায় এলো বিপাশার একটি পুরনো মন্তব্য ঘিরে। ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে তাকে বলিউড অভিনেতাদের ‘হটনেস’ স্কোর দিতে বলা হয়েছিল। অনিল কাপুরকে তিনি সাত নম্বর দিলেও, যখন প্রশ্ন এলো জন আব্রাহাম সম্পর্কে, তখন রীতিমতো অবজ্ঞাসূচক ভঙ্গিতে বিপাশা বলেন, ‘হু জন আব্রাহাম?’ অর্থাৎ নিজের সাবেক প্রেমিককে চিনতেও রাজি নন তিনি!

এই বক্তব্য স্পষ্টভাবে বুঝিয়ে দেয়, প্রাক্তন সম্পর্কে ফিরে তাকাতে একদমই রাজি ছিলেন না তিনি। এমনকি অনেকেই মনে করেন, এটি ছিল জনকে উদ্দেশ্য করে একটি কটাক্ষ।

বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে বিপাশা বলেছিলেন, ‘প্রতারণা, বিশ্বাসভঙ্গ বা প্রতিদ্বন্দ্বিতা যেভাবে সম্পর্ককে নষ্ট করে দেয়, তা কখনো সত্যিকারের বন্ধুত্বে ফিরতে দেয় না।’ 

অনেকেই মনে করেন, এই কথার মাধ্যমে তিনি ইঙ্গিত করেছিলেন, জন তার সঙ্গে সম্পর্কের সময় বিশ্বাসঘাতকতা করেছিলেন।

তবে এখন অতীত পেছনে ফেলে দুজনেই নিজের জীবনে স্থিত। জন ২০১৪ সালে বিনিয়োগ উপদেষ্টা প্রিয়া রাঞ্চালকে বিয়ে করেন। অন্যদিকে ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ওর নাম দেবী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই