weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৭৩% , শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফের মা হচ্ছেন ইলিয়ানা ডি’ক্রুজ

প্রকাশ : ০২-০১-২০২৫ ১১:৩৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
নতুন বছরের প্রথম দিন সুখবর দিলেন ভারতীয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তবে কি দ্বিতীয়বার মা হতে চলেছেন এ অভিনেত্রী। বুধবার (১ জানুয়ারি) সকাল সকাল এমন ইঙ্গিতই দিলেন তিনি।

২০২৪ সালের ১২টি মাস কেমন কেটেছে, তার সম্মিলিত ঝলক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিলেন ইলিয়ানা। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু নেটিজেনদের চোখ আটকেছে অক্টোবর মাসে।

জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ভেসে উঠেছে প্রথম সন্তান কোয়ার ছবি। মে মাসের জন্য পোষ্য মার্জারের ছবি ভাগ করে নিয়েছেন। এমনই নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে ইলিয়ানার হাতে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’। 

সেখানেই অভিনেত্রীর আবেগঘন অভিব্যক্তি দেখে নেটিজেনদের অনুমান, আবারো মা হচ্ছেন ইলিয়ানা। তবে ইলিয়ানা নিজে জানাননি, তিনি অন্তঃসত্ত্বা কিনা।

একজন নেটিজেন লিখেছেন, আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন, মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।আরেকজনের কথায়, আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন।

মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। ২০২৩-এর অগস্ট মাসে তাদের কোলে আসে পুত্রসন্তান কোয়া। ২০২৪-এ পুত্রের জন্মদিন পালনও করেন তারা। সেই উপলক্ষে একগুচ্ছ ছবিও ভাগ করে নেন অভিনেত্রী।

ইলিয়ানা যখন প্রথম মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন, অনেকেই চমকে উঠেছিলেন। তখন কেউই ইলিয়ানার স্বামী মাইকেল ডোনালের কথা জানতেন না। কিন্তু পরে নিজেই মাইকেলের কথা প্রকাশ্যে আনেন।

 ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো আউর দো পেয়ার’ ছবিতে। আগামীতে ছোট পর্দার এক সিরিজে দেখা যাবে তাকে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত মাগুরায় প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ মাগুরায় প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ লিবিয়া থেকে ফিরলেন ১৬৭ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরলেন ১৬৭ বাংলাদেশি গাজায় সেই চিকিৎসাকর্মীদের কাছ থেকে শতাধিক গুলি ছুড়েছে ইসরায়েলি বাহিনী গাজায় সেই চিকিৎসাকর্মীদের কাছ থেকে শতাধিক গুলি ছুড়েছে ইসরায়েলি বাহিনী পুলিশের লোগো বদলে যাচ্ছে, থাকছে না নৌকা পুলিশের লোগো বদলে যাচ্ছে, থাকছে না নৌকা