weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বধূ সাজে ফের আলোচনায় ফারিয়া

প্রকাশ : ০২-০৮-২০২৫ ১১:৪৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আবারো আলোচনায়। সম্প্রতি একটি মেকওভার ভিডিও প্রকাশ করে সামাজিক মাধ্যমে হৈ চৈ ফেলে দিয়েছেন নুসরাত ফারিয়া। মাত্র এক মিনিটের ভিডিওটি প্রকাশের পরই ভাইরাল হয়ে যায়।

গত বছরের জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে একটি আইনি জটিলতায় জড়িয়ে অল্প কিছুদিন জেলে ছিলেন ফারিয়া। তবে দ্রুত জামিন পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। এখন আগের মতোই নানা অনুষ্ঠান, সাক্ষাৎকার, ফটোশুট আর প্রোমোশনাল কাজ নিয়ে সরব তিনি। এই ধারাবাহিকতাতেই মেকওভার ভিডিও প্রকাশ করে নতুন করে আলোচনায় তিনি।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দুই ভিন্ন লুকে ধরা দিয়েছেন ফারিয়া। প্রথম লুকে তাকে দেখা গেছে আকর্ষণীয় একটি লাল শাড়িতে। সাজেও ছিল রাজকীয় ছোঁয়া— ভারী গয়না, কপালে টিকলি, কানে ঝুমকা ধরনের দুল, গলায় প্রশস্ত নেকলেস, নাকে ছোট নোজ রিং আর হাতে মানানসই চুড়ি-বালা— সব মিলিয়ে লাল শাড়ির সঙ্গে তার সাজ ছিল চোখধাঁধানো।

দ্বিতীয় লুকে একেবারেই ভিন্ন ঢঙে হাজির হয়েছেন ফারিয়া। এখানে তার পরনে ছিল সাদা পোশাক, সঙ্গে হালকা ধাঁচের গয়না। কানে ঝোলানো দুল, গলায় চিকন চোকার, হাতে ব্রেসলেট আর আংটি— সব মিলিয়ে এই সাজে ছিল এক ধরনের স্নিগ্ধতা। চুলে বেণি আর মুখে মৃদু হাসি যেন তার কোমলতা আরো ফুটিয়ে তুলেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ফারিয়ার সৌন্দর্যের প্রশংসায় ভাসাতে থাকেন তাকে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ আদালতের প্রতি আস্থা নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী আদালতের প্রতি আস্থা নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী ‘এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ ‘এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ পদচ্যুত হতে পারেন থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হতে পারেন থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, শিক্ষক হাফিজুরসহ ১৬ জন কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, শিক্ষক হাফিজুরসহ ১৬ জন কারাগারে