weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর কি একাই থাকবেন?

প্রকাশ : ১৯-০৬-২০২৫ ১১:৩০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর ব্যবসায়ী সঞ্জয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর শুধুই সন্তান ও কাজে মন দিয়েছিলেন। দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিনা তা জানা যায়নি। তবে সঞ্জয়ের মৃত্যুর পর সেই প্রশ্ন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

গত ১২ জুন লন্ডনে মৃত্যু হয়েছে সঞ্জয় কাপুরের। এ নিয়ে প্রশ্ন উঠেছে— কবে হবে তার শেষকৃত্য? জানা গেছে, তার দেহ লন্ডন থেকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। দিল্লিতেই আজ বৃহস্পতিবার (১৯ জুন) তার শেষকৃত্য সম্পন্ন হবে। মৌমাছি গলায় আটকানোর পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সঞ্জয় কাপুরের। 

২০০৩ সালে কারিশমা কাপুরের সঙ্গে বিয়ে হয়েছিল প্রয়াত শিল্পপতির। দুই সন্তানের জন্মও দেন তারা। কিন্তু স্থায়ী হয়নি সেই বিয়ে। বিবাহবিচ্ছেদের পর কাজে মন দিয়েছিলেন অভিনেত্রী।

সঞ্জয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আর বিয়ে করেননি কারিশমা কাপুর। এমনকি কখনো কারো সঙ্গে প্রেমের গুঞ্জনও শোনা যায়নি অভিনেত্রীর। সঞ্জয়ের সঙ্গে বিয়ের আগে ২০০২ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বাগদান সেরেছিলেন কারিশমা কাপুর। কিন্তু বিয়ের আগেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। এক বছরের মাথায় সঞ্জয়কে বিয়ে করেন কারিশমা কাপুর। অভিষেক ও সঞ্জয়— এ দুজনের পর আর কোনো পুরুষের সঙ্গে জড়াননি অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়েও খুব একটা কথা বলেননি কখনো কারও সঙ্গে।

২০২২ সালে ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে কারিশমা কাপুরকে এক অনুরাগী জিজ্ঞাসা করেছিলেন, তিনি দ্বিতীয়বার বিয়ে করতে চান কিনা? উত্তরে হ্যাঁ কিংবা না কিছুই বলেননি কারিশমা কাপুর। শুধু একটি ইমোজি শেয়ার করে নিয়েছিলেন। সেই সঙ্গে অভিনেত্রী লিখেছিলেন— পরিস্থিতির ওপর নির্ভর করছে। সেই ইমোজি ও মন্তব্য দেখে অনুরাগীরা অনুমান করেছিলেন— দ্বিতীয়বার বিয়ে নিয়ে নিশ্চয়ই সংশয়ে রয়েছেন কারিশমা কাপুর। অর্থাৎ কোথাও গিয়ে তার মনে এখনো বিয়ের ইচ্ছা রয়েছে। যদিও এরপর আর বিয়ে নিয়ে কখনো কথা বলেননি তিনি।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি