weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৭৪% , শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিচ্ছেদের পর মালাইকা-অর্জুনের দেখা

প্রকাশ : ১৫-০২-২০২৫ ১২:২১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের পথ আলাদা হয়েছে। গত বছরই নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করে মালাইকার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন সিলমোহর দেন অর্জুন কাপুর। তাতে মন ভাঙে অনুরাগীদের।

যদিও বিচ্ছেদের পরও একে অপরের সঙ্গে সম্পর্ক নিয়ে নীরবতা বজায় রেখেছেন অর্জুন-মালাইকা। বিচ্ছেদে পর আরো একবার মালাইকার মুখোমুখি অর্জুন কাপুর। সৌজন্য ‘মেরি স্বামী কি বিবি’র প্রচার। 

আর কারণেই প্রাক্তন মালাইকা অরোরার টিভি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার ভার্সেস সুপার ড্যান্সার’-এ গিয়েছিলেন অর্জুন কাপুর। সঙ্গে ছিলেন ছবির দুই নায়িকার ভূমি পেডনেকর ও রকুলপ্রীত সিং। তাদের সামনে মঞ্চে উঠে হিট গানে নাচতে দেখা যায় মালাইকাকে, যা দেখে অর্জুন অকপটে প্রতিক্রিয়াও জানান।

‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার ভার্সেস সুপার ড্যান্সার’-অন্যতম বিচারক হলেন মালাইকা। শোয়ের নতুন টিজারে দেখা যাচ্ছে, প্রতিযোগীরা মালাইকাকে মঞ্চে ডাকার পরে, তিনি নিজের বেশ কয়েকটি আলোচিত গানে নাচেন।

‘ছাইয়া ছাইয়া’ও ‘মুন্নি বদনাম হুই’ মতো গানে নাচতে দেখা যায় তাকে। মালাইকার নাচে উচ্ছ্বাস প্রকাশ করেন রেমো ডি’সুজা এবং মিঠুন চক্রবর্তীসহ শোয়ের অন্যান্য বিচারকেরা। অর্জুন ও ভূমিকেও এই নাচ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

ঠিক এরপরই নাচ নিয়ে প্রশ্ন করা হলে অর্জুন মজা করে বলেন, ‘আমার বহু বছর ধরেই কথা বন্ধ হয়ে গিয়েছে, আর আমিও এখন চুপ থাকতে চাই।’ যা শুনে হেসে ফেলেন মালাইকাও। 

বলেন, ‘ও এই কথা…।’ অর্জুন বলেন, ‘তবে আমি একটি কথা বলতে চাই, আমি এখানে আমার প্রিয় গানগুলো শোনার ও পারফরম্যান্স দেখার সুযোগ পাচ্ছি। আরো একটা কথা বলব, এই গানগুলো মালাইকার ক্যারিয়ারের একটা ঝলকও বলা চলে, তাই এটি তাকে শ্রদ্ধা জানানোও হলো, তাই অভিনন্দন, মালাইকা। তুমি জানো, গানগুলো আমি কতটা ভালোবাসি। তোমাকে এভাবে উদ্যাপন করতে দেখে খুব ভালো লাগল।’

২০১৮ সাল থেকে প্রেম করা শুরু করেন মালাইকা ও অর্জুন। ২০২৪ তাদের সম্পর্ক ভেঙে যায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ