weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩

প্রকাশ : ১১-০১-২০২৫ ১১:৫৫

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
রাজধানীর মিরপুরের থানা কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিন জন আহত হয়েছেন। আহতদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 
 
আহতরা হলেন- মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান (১৬), ঢাকা পলিটেকনিকের ছাত্র রনি (২১) ও সাফরান (২২)। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বাংলামোটরের রূপায়ন টাওয়ারে সংগঠনটির কার্যালয়ে এ হাতাহাতির ঘটনা ঘটে।  

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মিরপুর থানা কমিটি ঘোষণার পর বেশ কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। পদ বঞ্চিতরা বিভিন্নভাবে প্রতিবাদ করছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা পুনরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে আসেন।  

তারা জানান, পদবঞ্চিতরা একপর্যায়ে বাগবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহিদ আহসান বলেন, রাতে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু লোক এসে কমিটিকে যুক্ত হতে নেতাকর্মীদের চাপ সৃষ্টি করে। 

তারা জোর করে কমিটিতে যুক্ত হতে চেয়েছে। তবে আমাদের মতাদর্শের সঙ্গে তাদের কমিটিতে নেওয়া যাচ্ছে না। পরে আমাদের কেন্দ্রীয় কিছু নেতাকর্মীর সঙ্গে তাদের বাগবিতণ্ডায় একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

উল্লেখ্য, বৃহস্পতিবার মিরপুরের সাত থানা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে কমিটি নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৪০ গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৪০ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩৮ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩৮ কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে ফেরার পথে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে ফেরার পথে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঢাকার শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে চেইন ও ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১ ঢাকার শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে চেইন ও ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ১ চেকপোস্ট ব্যারাকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ চেকপোস্ট ব্যারাকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ