weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মরে গেলে আফসোস করবেন না: অভিনেত্রী মৌ শিখা

প্রকাশ : ২৬-০৭-২০২৫ ১৬:২৫

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
কয়েক মাস আগে অভিনয়ে ব্যস্ত ছিলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী মৌ শিখা। মাসের প্রায় ২০ দিন কাজ করতেন; কিন্তু গত কয়েক মাসে সেই চিত্র পাল্টে গেছে। আড়াই মাস ধরে এই অভিনয়শিল্পীর কাজ একেবারে কমে গেছে।

তা নিয়ে শুক্রবার (২৫ জুলাই) ‘রওশন আরা বেগম’ নামের ব্যক্তিগত আইডিতে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে নিজের একটি ছবি প্রকাশ করেন তিনি। হিজাব পরা ছবির ক্যাপশনে লেখেন, ‘অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম; কিন্তু আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, সেখানে আড়াই মাস যাবৎ মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কীভাবে মনে হবে আমি অভিনয়শিল্পী? অভিনয় করেই আমার সংসার চলে।’

বেঁচে থাকতে অভিনয়শিল্পী হিসেবে মূল্যায়ন চান, মৃত্যুর পর মূল্যায়নের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে মৌ শিখা লিখেছেন, ‘আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে। হয়তো বলবে, আহারে মহিলা তো কত ভালো ছিল, কত সহজ–সরল ছিল, কারও সাতপাঁচে ছিল না; কারও সামনে–পেছনে ছিল না। আহা রে মহিলাটার আত্মা শান্তি পাক; কিন্তু তাতে কি লাভ হবে আমার, বেঁচে থাকতে তো দরকার আমার কাজের, বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে; কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারব। আমি জানি না; তবে আমার অনুরোধ, আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না। আমাকে মনে করারও কোনো দরকার নেই।’

দীর্ঘ ২৫ বছরে একই পারিশ্রমিকে এবং সমানতালে কাজ করছেন; কিন্তু হঠাৎ কাজ কমে যাওয়ায় উদ্বিগ্ন উল্লেখ করে মৌ শিখা লিখেছেন, ‘হঠাৎ কেন কাজ কমে গেল! কেন আমাকে পরিচালকেরা ডাকছেন না, মনে করছেন না কেন। তাদের গল্পের চরিত্রের সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব। আমি তো আমার সম্মানী বাড়াইনি।’

২৫ বছর যাবৎ বিনোদন অঙ্গনে কাজ করছেন, সম্মানী সেই পাঁচ হাজার টাকা উল্লেখ করে মৌ শিখা লিখেছেন, ‘এখনো আমার রেমুনারেশন মাত্র পাঁচ হাজার টাকা। এটাও কি খুব বেশি? যাহোক যত দিন বাঁচি কাজ করে যেতে চাই। আপনারা ব্যাপারটা দেখবেন। আমার সহকর্মী যারা আছেন, তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। একজন শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন।’

অভিনেত্রীর এমন পোস্টে সমবেদনা জানাচ্ছেন ভক্তরা। নেটিজেনরা তার পাশে থাকার আহ্বান জানিয়েছেন। মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পরমাণু যুদ্ধ নিয়ে সতর্ক করলেন নাগাসাকির মেয়র শিরো সুজুকি পরমাণু যুদ্ধ নিয়ে সতর্ক করলেন নাগাসাকির মেয়র শিরো সুজুকি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় গ্রেপ্তার আসামির দোষ স্বীকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় গ্রেপ্তার আসামির দোষ স্বীকার বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩৩ আফগান নিহত বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩৩ আফগান নিহত নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করব না: সিইসি নাসির উদ্দিন নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করব না: সিইসি নাসির উদ্দিন বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাযাত্রী ২ ভাইয়ের বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাযাত্রী ২ ভাইয়ের