weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাতৃত্বকালীন ছুটি শেষে শুটিংয়ে ফিরছেন দীপিকা পাড়ুকোন

প্রকাশ : ২১-০৮-২০২৫ ১৫:২৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
কিছুদিন আগে দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে শুটিংয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমার মাধ্যমেই শুটিংয়ে ফেরার কথা ছিল তার। কিন্তু পরিচালকের সঙ্গে মতানৈক্যের কারণে ভেস্তে গিয়েছে সেই পরিকল্পনা।

অভিনেত্রী শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না। এমনকি পারিশ্রমিকও দাবি করেছিলেন আগের চেয়ে বেশি। কিন্তু এসব শর্তে একমত হতে পারেননি পরিচালক। শেষ পর্যন্ত পরিচালকের সঙ্গে মতানৈক্যের জেরে সিনেমা থেকেই বাদ পড়তে হয় দীপিকাকে।

তবে দীপিকা শুটিংয়ে ফিরবেন কবে তা জানা গেল। দীর্ঘদিনের সহকর্মী শাহরুখ খানের হাত ধরেই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন দীপিকা। সব ঠিক থাকলে আগামী অক্টোবরেই শুটিং করবেন রেড চিলিস এন্টারটেইনমেন্টের ‘কিং’ সিনেমার। এই সিনেমায় থাকছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান।

কিং সিনেমার সেট থেকে ফিরে দীপিকা যাবেন অ্যাটলির শুটিং সেটে। অ্যাটলির ‘এএ২২এক্সএ৬’ সিনেমায় ‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করবেন দীপিকা।

নভেম্বর থেকে এই সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে দীপিকার। এই সিনেমার জন্য মোট ১০০ দিন বরাদ্দ রেখেছেন অভিনেত্রী। আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর, ম্রুণাল ঠাকুর প্রমুখ।

গত বছর ৮ সেপ্টেম্বর জন্ম নেয় দীপিকা-রণবীরের কন্যা দুয়া। তারও আগে থেকে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন দীপিকা। মা হিসেবে পুরোটা সময় কন্যা দুয়ার সঙ্গে কাটাবেন বলে ঠিক করেছিলেন। সন্তান জন্মের প্রায় এক বছর পর এবার শুটিংয়ে ফেরার জন্য প্রস্তুত দীপিকা পাডুকোন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল