weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭৯% , মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আরেকজন গুরুতর আহত

প্রকাশ : ০৯-০৯-২০২৫ ১১:১০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে মোহাম্মদ ইয়ামিন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) চন্দ্রিমা মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে। তখন তার সঙ্গে থাকা ফাহিম নামে এক যুবক গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিকুল আহমেদ বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে চন্দ্রিমা মডেল টাউনের ১২ নম্বর হাক্কার পাড় এলাকায় ধারালো অস্ত্রের মুখে স্থানীয় এক ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুই যুবক। তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। তারা সন্দেহভাজন দুই যুবককে ধরে বেধড়ক পিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইয়ামিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফাহিমকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার অবস্থাও সঙ্কটাপন্ন। এ ঘটনায় দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একটি মামলা হচ্ছে ছিনতাইয়ের এবং অন্যটি গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায়।

পুলিশ জানায়, আটকের পর দুই যুবকের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তাদের অপরাধ সংশ্লিষ্টতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে বিষয়টি জানা যাবে। নিহত ইয়ামিনের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।

ঘটনাস্থলের একটি ছবিতে দেখা যায়, ব্রিজের রেলিঙের সঙ্গে দুই যুবকের পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। নিথর অবস্থায় পড়ে আছে তাদের রক্তাক্ত দেহ। আশেপাশে লোকজন ভিড় করে সেই দৃশ্য দেখছেন।

এর আগে গত ১৫ মে মোহাম্মদপুরের সিটি হাউজিং এলাকায় ছিনতাইকারী সন্দেহ রাকিব হোসেন নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়। তখন গণপিটুনিতে রাকিবের সঙ্গে থাকা মিলন হোসেন গুরুতর আহত হন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ডাকসু নির্বাচনে লাইভ করার সময় হার্ট অ্যাটাক, সাংবাদিকের মৃত্যু ডাকসু নির্বাচনে লাইভ করার সময় হার্ট অ্যাটাক, সাংবাদিকের মৃত্যু সাবেক সচিব ভুঁইয়া শফিকুল গ্রেপ্তার সাবেক সচিব ভুঁইয়া শফিকুল গ্রেপ্তার কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের হাইকোর্টে জামিন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের হাইকোর্টে জামিন গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮ গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮