রণবীর কাপুর না সিং, কী বললেন দীপিকা
প্রকাশ : ১৮-০৪-২০২৫ ১২:৪৭

ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ছিল বলিউডের অন্যতম আলোচিত প্রেমের মধ্যে একটি। ভাঙাগড়ায় যেন এক রূপকথা। একইভাবে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার প্রেম ও দাম্পত্য আর এক সোনালি স্বপ্নের আবেশ।
বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রির সাক্ষী— এই তিনজনের পর্দার রসায়নও ইর্ষণীয়। একদিকে যখন রণবীর সিংয়ের সঙ্গে ঝড় তুলছেন ‘গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা’য়। অন্যদিকে দীপিকা তখনই মায়া বুনছেন রণবীর কাপুরের সঙ্গে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমায়। আপাতত তিনজনেই সুখে সংসার করছেন ।
দীপিকার সঙ্গে সংসার করছেন রণবীর সিং। এক কন্যার বাবা-মা এ দম্পতি। অন্যদিকে অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করে সুখে সংসার করছেন রণবীর কাপুরও। তার ঘরেও রয়েছে ফুটফুটে এক কন্যাসন্তান। এরই মধ্যে খবর ছড়িয়েছে— আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে দীপিকাকে। সিনেমায় অভিনয় করবেন রণবীর-পত্নী আলিয়াও।
অনেক বছর আগে দীপিকাকে বেছে নিতে হয়েছিল একজন রণবীরকে। ২০১৫ সালের একটি ভিডিও এ মুহূর্তে ফের চর্চায় উঠে এসেছে। সেই সময় ইমতিয়াজ আলির ‘তামাশা’ সিনেমার প্রচারে ছিলেন দীপিকা ও রণবীর কাপুর। অনুরাগীদের সঙ্গে এক কথোপকথনে দর্শকদের তরফে প্রশ্ন উঠে আসে দীপিকার কাছে— সেরা অভিনেতা হিসাবে কাকে বেছে নেবেন— রণবীর সিংকে নাকি রণবীর কাপুরকে? ততদিনে দীপিকার জীবনে নতুন করে ভালোবাসার লাল রঙ ছড়িয়েছেন রণবীর সিং।
এমন প্রশ্ন শুনে দীপিকার চোখেমুখে অস্বস্তির ভাব স্পষ্ট হয়ে ওঠে। তিনি সাফ জানিয়ে দেন— এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তিনি বলেন, আরে এটি তো সেই রকম প্রশ্ন— বাবাকে বেশি ভালোবাস না মা-কে... এটি বলা মুশকিল। ভিডিওতে দেখা যায়, দীপিকার কথার মধ্যেই রণবীর কাপুর বলে বসেন— আমি বাবা হতে চাই।
পরে অবশ্য নিজের বক্তব্য দৃঢ়তার সঙ্গেই জানান দীপিকা। অভিনেত্রী বলেন, আমরা সবসময় এ রকম একটা বিভাজন করতে ভালোবাসি। সবসময় এই তুলনা টানা ঠিক নয়।
দীপিকা সেদিন বলেছিলেন— রণবীর কাপুরের ব্যক্তিত্ব আর সিংয়ের ব্যক্তিত্ব একরকম নয়। তাদের কাজের ধরনও আলাদা। তাই তারা যেমন, তেমনভাবেই তাদের গ্রহণ করা উচিত, প্রশংসা করা উচিত।
প্রায় ১০ বছর পর সেই কথোপকথন আবার উঠে এসেছে আলোচনায়। নেটিজেনদের একাংশ দীপিকার এ কথায় দ্বিধা খুঁজে পেয়েছেন। তারা বলছেন, নিজের মানুষকে বেছে নিন।
আবার দীপিকার মনের কথা বোঝার মতো অনুরাগীও রয়েছেন। তারা পাল্টা জবাবে বলেছেন, দীপিকার কথা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি কী বলতে চেয়েছেন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com