শর্তে বিদেশ যেতে পারবেন শিল্পা-রাজ
প্রকাশ : ১০-১০-২০২৫ ১৭:১৮
ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রাকে ৬০ কোটি রুপি জমা রাখার শর্তে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন ভারতের মুম্বাই হাইকোর্ট।
বুধবার (৮ অক্টোবর) হাইকোর্ট তাদের সাফ জানিয়ে দেন, তারা যদি আমেরিকার লস এঞ্জেলেসে বেড়াতে যেতে চান তাহলে তাদের ৬০ কোটি রুপি জমা রাখতে হবে।
গত আগস্ট মাসে শিল্পা ও তার স্বামী রাজের বিরুদ্ধে ৬০ কোটি রুপি প্রতারণার মামলা করেন দীপক কোঠারি নামে মুম্বাইয়ের এক ব্যবসায়ী। মামলাটি এখন তদন্তাধীন। মামলা হওয়ার পর এই দম্পতির বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেন আদালত। ফলে আদালতের বিনা অনুমতিতে তারা দেশ ছাড়তে পারবেন না।
এরই ভিত্তিতে সম্প্রতি শিল্পা ও তার স্বামী রাজ লুকআউট নোটিশ সাময়িক স্থগিত রাখতে হাইকোর্টে আবেদন করেছিলেন। বুধবার আদালত তাদের আর্জি খারিজ করে দিয়ে এই মামলার পরবর্তী শুনানির দিন ১৪ অক্টোবর ধার্য করেছেন।
আদালত জানিয়েছেন, যেহেতু মামলাটি ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ। তাই আবেদনকারীদের সমপরিমাণ রুপি আগে জমা করতে হবে। তারপর তারা দেশ ছাড়তে পারেন।
শিল্পা শেঠির আইনজীবী বলেন, অভিনেত্রীর একটি ইভেন্টে যোগ দিতে কলম্বো যাওয়ার কথা রয়েছে। ইভেন্টটি হবে ২৫-২৯ অক্টোবর। আদালত তাকে জিজ্ঞাসা করেন, তার কাছে কোনো আমন্ত্রণপত্র আছে কি? জবাবে আইনজীবী বলেন, যতক্ষণ না বিদেশ যাওয়ার অনুমতি মিলছে, ততক্ষণ কোনো আমন্ত্রণপত্র আসবে না। অভিনেত্রীর সঙ্গে ফোনে কথা চূড়ান্ত হয়েছে।
মঙ্গলবার শিল্পা শেঠি মুম্বাই পুলিশকে জানান, রাজ কুন্দ্রার সঙ্গে মিলিতভাবে গঠিত কোম্পানির ম্যানেজমেন্ট বিষয়ক কিছুর সঙ্গে তিনি জড়িত নন।
এদিকে গত ৪ অক্টোবর শিল্পা শেঠির বাড়িতে তাকে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দপ্তর (ইকনমিক অফেন্সেস উইং)।
সেদিন ইকনমিক অফেন্সেস উইংয়ের এক কর্মকর্তা জানান, পুলিশ শিল্পার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। এসময় শিল্পা তার বিজ্ঞাপন সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে হওয়া সন্দেহজনক লেনদেনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ নথি জমা দেন, যা বর্তমানে যাচাই করছে কর্তৃপক্ষ। এ ছাড়া গত মাসে একই মামলায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রার জবানবন্দি রেকর্ড করে মুম্বাই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com