শাহরুখের ফিরিয়ে দেওয়া ১০ সুপারহিট বলিউড সিনেমা
প্রকাশ : ২২-০৪-২০২৫ ১৪:৪২

ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
বলিউড বাদশা শাহরুখ খান অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। নানা কারণে পুরো ক্যারিয়ারে অনেক ছবির প্রস্তাব ফিরিয়েও দিয়েছেন তিনি। যেগুলোর মধ্যে অনেক ছবি পরে সুপারহিট হয়েছে।
‘মুন্নাভাই এমবিবিএস’: রাজকুমার হিরানির সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে। কমেডির মোড়কে সামাজিক বার্তা দেওয়া সিনেমা দর্শক-সমালোচক সবাই গ্রহণ করেন। কিন্তু সিনেমায় মুন্না ভাইয়ের চরিত্রে শুরুতে প্রস্তাব গিয়েছিল শাহরুখের কাছে। কিন্তু ওই সময় তার একটি অস্ত্রোপচার হয়, তাই সিনেমাটি করতে পারেননি শাহরুখ।
‘লগান’ : আশুতোষ গোয়ারিকরের সিনেমাটি অস্কারেও মনোনয়ন পেয়েছিল। আমির খানের চরিত্রে প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ। কিন্তু শিডিউল জটিলতার কারণে সিনেমাটি করা হয়নি তার।
‘রং দে বাসন্তী’: রাকেশ ওমপ্রকাশ মেহরার সিনেমাটিও গিয়েছিল শাহরুখের কাছে। কিন্তু অজয় রাঠোর চরিত্র প্রস্তাবে রাজি হননি তিনি, সেটিও অন্য সিনেমার সঙ্গে শিডিউল জটিলতার কারণেই। পরে ছবিটি করেন আমির।
‘যোধা আকবর’: আশুতোষ গোয়ারিকর ‘লগান’-এর পর আবার ভেবেছিলেন শাহরুখের কথা। এবার মোগল সম্রাট আকবরের চরিত্রে। কিন্তু যে জায়গায় ছবিটির শুটিং হবে সেটি পছন্দ হয়নি শাহরুখের, তাই তার বদলে হৃতিককে নেওয়া হয়। শাহরুখ অবশ্য আশুতোষের সঙ্গে ‘স্বদেশ’ ছবিতে কাজ করেন। কিন্তু সে ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি।
‘এক থা টাইগার’: যশরাজের এই স্পাই ফ্র্যাঞ্চাইজি দিয়ে হিটের দেখা পান সালমান। তবে টাইগার চরিত্রে পরিচালক–প্রযোজক চেয়েছিলেন শাহরুখকে। কিন্তু শিডিউল জটিলতায় এ ছবিটিও করা হয়নি তার।
‘থ্রি ইডিয়টস’: রাজকুমার হিরানির আরো একটি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন শাহরুখ। কিন্তু হঠাৎ পাওয়া চোট এ সিনেমা থেকেও তাকে সরিয়ে দেয়। প্রস্তাব যায় আমিরের কাছে, এরপর কী হয় সেটা তো দর্শক হিসেবে এত দিনে জেনেই গেছেন।
‘কাহো না...পেয়ার হ্যায়’: রাকেশ রোশনের এ সিনেমা দিয়ে রাতারাতি পরিচিতি পান হৃতিক রোশন ও আমিশা প্যাটেল। যদিও এ ছবিরও প্রস্তাব শুরুতে পেয়েছিলেন ‘কিং খান’। কিন্তু নানা কারণে সিনেমাটি করা হয়নি তার।
‘স্লামডগ মিলিয়নিয়ার’: অস্কার জেতা এ সিনেমায় থাকার কথা ছিল শাহরুখের। নির্মাতা ড্যানি বয়েল তার কথাই ভেবেছিলেন। কিন্তু পূর্বনির্ধারিত সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এ ছবিটিও ফিরিয়ে দেন তিনি। পরে চরিত্রটি করেন অনিল কাপুর।
‘রোবট’: আলোচিত সিনেমাটির জন্য রজনীকান্ত প্রথম পছন্দ ছিলেন না। নির্মাতা শংকর শুরুতে শাহরুখকে চেয়েছিলেন। কিন্তু নির্মাতার সঙ্গে বনিবনা না হওয়ায় সরে দাঁড়ান তিনি।
‘জলি এলএলবি ৩’: এ ছবিতে নির্মাতা সুভাষ কাপুর অক্ষয় ও শাহরুখকে নিতে চেয়েছিলেন। শাহরুখ প্রস্তাব ফিরিয়ে দেন। ছবিতে দেখা যাবে অক্ষয় ও আরশাদ ওয়ার্সি জুটিকে। ছবিটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com