weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শুটিংয়ে আহত শাহরুখ, চিকিৎসা নিতে গেলেন যুক্তরাষ্ট্রে

প্রকাশ : ১৯-০৭-২০২৫ ১৬:১৩

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড কিং শাহরুখ খান দুর্ঘটনার শিকার হয়েছেন। শাহরুখ তার দলকে নিয়ে জরুরি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।

৬০ বছর বয়সি শাহরুখ মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ‘কিং’ সিনেমার দারুণ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেসময়ই দুর্ঘটনার শিকার হন তিনি।

যদিও আঘাত কতোটা গুরুতর, তার সঠিক তথ্য গোপন রাখা হয়েছে। এটুকু জানা গেছে, এটি গুরুতর কিছু নয়, বরং পেশীতে আঘাত পেয়েছেন বলিউড কিং।

তবে এটিই প্রথম নয়, শাহরুখ বছরের পর বছর ধরে স্টান্ট করার সময় তার শরীরের একাধিক পেশীতে আঘাত পেয়েছেন।

এও জানা গেছে, অভিনেতার অস্ত্রোপচার করা হয়েছে এবং এরপর তাকে কাজ থেকে এক মাসের বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী শুটিং শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবরে। কারণ এর আগে তিনি পুরোপুরি ফিট হবেন না। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর, তিনি আবারো পুরো শক্তি নিয়ে সেটে কাজ শুরু করতে পারবেন।

এই অভিনেতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফিল্ম সিটি, গোল্ডেন টোবাকো এবং ওয়াইআরএফ-এ ‘কিং’-এর বিভিন্ন অংশের শুটিংয়ের জন্য যে বুকিং দেওয়া ছিল, তা বাতিল করা হয়েছে।

সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় শাহরুখ একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে অভিনয় করছেন। এখানে সুহানা খান আছেন তার শিষ্যের ভূমিকায়।

সিনেমাটি ভারত ও এর বাইরে শুটিং করা হবে। উল্লেখযোগ্য অংশগুলোর শুটিং হবে ইউরোপে।‘কিং’ প্রযোজনা করছে মারফ্লিক্স এন্টারটেইনমেন্ট এবং রেড চিলিজ। 

ধারণা করা হচ্ছে, এটি ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথম দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে। অন্তত সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে।

এই সিনেমায় শাহরুখ খান, সুহানা খান ছাড়া আরো রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জী প্রমুখ।

উল্লেখ্য, ‘কিং’ শেষ করার পর শাহরুখ খান ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটি অংশ, বহুল প্রতীক্ষিত ‘পাঠান ২’ অভিনয়ের জন্য প্রস্তুতি নেবেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ডাকসু নির্বাচনে লাইভ করার সময় হার্ট অ্যাটাক, সাংবাদিকের মৃত্যু ডাকসু নির্বাচনে লাইভ করার সময় হার্ট অ্যাটাক, সাংবাদিকের মৃত্যু সাবেক সচিব ভুঁইয়া শফিকুল গ্রেপ্তার সাবেক সচিব ভুঁইয়া শফিকুল গ্রেপ্তার কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের হাইকোর্টে জামিন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের হাইকোর্টে জামিন গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮ গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮