weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সালমানের প্রেমে পড়ে যা করেছিলেন সুস্মিতা

প্রকাশ : ২৯-১২-২০২৪ ১৫:০৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড ভাইজান সালমান খানের প্রেমিকার সংখ্যা অনেক। তাদের কেউ কেউ মাঝেমধ্যেই পরোনো স্মৃতি নতুন করে সামনে নিয়ে আসেন। তেমনই একজন সাবেক মিস ইউনিভার্স অভিনেত্রী সুস্মিতা সেন।ভাইজানের প্রতি সুস্মিতার পুরনো প্রেমের কথা জানিয়েছে এই সময়।

সালমান-সুস্মিতা কাজ করেছেন ১৯৯৯ সালে ‘বিবি নম্বর ১’ সিনেমায়। যদিও ওই সিনেমা মুক্তির আরো আগে থেকেই নায়কের গুণমুগ্ধ ভক্ত ছিলেন সুন্মিতা।নায়কের প্রতি ভালোলাগা অল্পবয়সে ‘একতরফা প্রেমের’ পর্যায়ে ছিল বলেও জানিয়েছেন সুস্মিতা।

এই অভিনেত্রী বলেন, আমি পকেট মানি দিয়ে সালমানের পোস্টার কিনতাম। সেই সময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ মুক্তি পেয়েছিল। তাই আমার কাছে সেই সিনেমার একটি পায়রার ছবিও রাখা ছিল। কারণ একটাই, সালমান ওই পায়রাকে ছুঁয়েছেন।

এমনকি সুস্মিতার বাবা-মাও নাকি মেয়ের সালমান প্রীতিকে ‘কাজে লাগিয়েছেন’ বলে ভাষ্য অভিনেত্রীর। তিনি বলেন, আমাকে বাবা মা ভয় দেখিয়ে বলতেন, হোমওয়ার্ক সময়মতো না করলে তারা সালমানের পোস্টার ছিঁড়ে ফেলবেন। আমি ভয়ে হোমওয়ার্ক করতাম। বাসার সবার কথায় ওঠবস করেছি শুধু সালমানের পোস্টার বাঁচানোর জন্য। বাড়ি সাজানোর সময় বা রং করানোর সময়ও নিজে দাঁড়িয়ে থাকতাম, যাতে পোস্টার নষ্ট না হয়।

সুস্মিতার কথায়, আমি মানুষটির প্রেমে পড়েছিলাম।সালমানের ৫৯তম জন্মবার্ষিকী গেছে শুক্রবার। ওই দিন সুস্মিতার মনের এই খবর জানা গেছে।ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর সালমানের জন্ম। নায়কের পুরো নাম আবদুল রশিদ সেলিম সালমান খান। চিত্রনাট্যকার-প্রযোজক সেলিমান খানের তিন ছেলের মধ্যে সালমান বড়।

বলিউডের ‘কাঙ্ক্ষিত ব্যাচেলর’ ঘিরে যার নাম অনেক বেশি চর্চিত, তিনি সালমান।কাজের সাফল্য, একের পর এক প্রেম, আইনি জটিলতা নিয়েও সালমান আলোচনায় থাকেন বরাবর।১৯৮৯ সালে ‘প্যায়নে পেয়ার কিয়া’ দিয়ে সিনেমায় পা রেখেছিলেন তিনি। প্রথম সিনেমাতেই করেন কেন্দ্রীয় চরিত্র।

গত তিন দশকের বেশি সময়ে একশর বেশি সিনেমা করেছেন সালমান। আগামী বছরের রোজার ঈদের দিন মুক্তি পাবে তার পরবর্তী সিনেমা ‘সিকান্দার’।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪