weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলা: যা বললেন চিত্রনায়িকা শাবনূর

প্রকাশ : ২৮-১০-২০২৫ ০০:১১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ঢালিউডের জনপ্রিয় ও প্রয়াত নায়ক সালমান শাহ। মাত্র চার বছরের অভিনয়জীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতেও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সালমান। পরদিন সকালে ছড়িয়ে পড়ে তার মৃত্যু সংবাদ। ২৯ বছর আগে সালমান শাহর অকালমৃত্যুর খবর দেশের বিনোদন অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি জানতে পেরেছেন শাবনূর, মামলার সঙ্গে তার নাম জড়ানোকে ‘ভিত্তিহীন গুজব’ বলছেন।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে সালমানের অভিষেক। প্রথম সিনেমার নায়িকা মৌসুমী হলেও সালমানের অধিকাংশ ছবিরই নায়িকা ছিলেন শাবনূর। বর্তমানে সপরিবার অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি। শাবনূরের সঙ্গে সালমানের প্রথম দেখাটা হয় এফডিসিতে।

সেদিনের অভিজ্ঞতা নিয়ে শাবনূর বলেন, সালমানকে প্রথম দেখি এফডিসিতে। মৌসুমী আপুর সঙ্গে শুটিং করছিল। আসা-যাওয়ার মধ্যেও দেখা হতো। তবে খুব একটা কথা হতো না। তখন শুনেছি, ফিল্মে সালমান শাহ নামে নতুন একজন হিরো এসেছে। আনুষ্ঠানিক পরিচয় ‘তুমি আমার’ ছবিতে অভিনয় করার সময়। তখন কাজের কারণে বন্ধুত্ব হয়। আমাদের প্রথম ছবি ‘তুমি আমার’ মুক্তি পাওয়ার পর সুপারহিট হয়।

সালমান শাহর মৃত্যুর পর শাবনূরকেও অনেক ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়। এ নিয়ে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে নিজের অবস্থান বরাবরই পরিষ্কার করেছেন। সোমবার (২৭ অক্টোবর) ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার সম্পর্কে ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। সবাইকে অনুরোধ করছি, সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন।’

চলচ্চিত্র ক্যারিয়ারের প্রসঙ্গেও শাবনূর জানিয়েছেন, সালমান শাহ ছিলেন তার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছেন। সালমান ছিলেন জনপ্রিয়, শক্তিমান এবং অত্যন্ত প্রতিভাবান। তার সঙ্গে কাজ করে শাবনূরের চলচ্চিত্র ক্যারিয়ারও বিকশিত হয়েছে। বললেন, ‘সালমানের অকালমৃত্যু আমাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। আমাদের জুটির সাফল্য অনেকের ঈর্ষার কারণও হয়েছিল। তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহ কীভাবে মারা গেছেন, তা আমি জানি না। আমি শুধু চাই তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার হোক। যে-ই দোষী হোক না কেন, তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হোক। এটি আমার একান্ত দাবি।’

পোস্টে শাবনূর লিখেছেন সন্তান হারানোর বেদনা নিয়েও কথা। সালমান শাহর মায়ের আহাজারি দেখলে তা সহজে বোঝা যায় বলেও জানান তিনি। পোস্টে শাবনূর লেখেন, ‘সালমান শাহর মা নীলা আন্টির আহাজারি দেখলেই বোঝা যায় সন্তান হারানোর বেদনা কতটা গভীর। আমি তার এবং পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাই এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করি।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই