weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সৃজিত-সুস্মিতার প্রেমের গুঞ্জন জোরালো হলো

প্রকাশ : ৩০-০৯-২০২৫ ১৭:০৭

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতের কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক আছে কি নেই এ প্রশ্ন অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। এ প্রশ্নকে আরো জোরালো করেছে পুরীতে অভিনেত্রী সুস্মিতা ও সৃজিতের সেলফি। গুঞ্জন ছড়িয়েছিল সৃজিত ডাইভার্ট হচ্ছেন। সেই গুঞ্জন এখন অনেকটা শক্ত অবস্থানে।

এরপর অনেকবার এক জায়গায় ঘুরেছেন সৃজিত ও সুমিতা। তবে সোমবারের ঘোরাফেরাটা যেন একটু অন্যরকম। এদিন ছিল বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমি। এদিনটি সৃজিত ও সুস্মিতা ঘুরেছেন একসঙ্গে। ছবি তুলেছেন মণ্ডপে মণ্ডপে। ছবি তুলে দিয়েছেন একে অপরের। ফলে এই ঘনিষ্ঠতা আর স্বাভাবিকভাবে নেননি অনেকেই। 

এদিকে সুস্মিতার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সাংবাদিকরা দুজনকে জিজ্ঞেস করেছিলেন। কিছুদিন আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা 'ডিয়ার মা'র প্রিমিয়ার। সেখানেও হাজির ছিলেন তারা। সাংবাদিকদের দল প্রশ্ন ছুড়তেই লাজুক হাসি নায়িকার। তিনি বলেন, আমরা খুব ভালো বন্ধু। এর থেকে বেশি কিছু বলতে পারব না।

যে যা ভাবছে ভাবুক। একই প্রশ্ন করা হয় পাশে থাকা সৃজিতকেও। তিনি বললেন, একটা সেলফি নিয়ে এত জল্পনা কল্পনা, আমরা তো ২০২৫ এ বাস করছি! রিল্যাক্স গাইজ রিল্যাক্স।

 পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই