weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাতিরঝিলে যুবদলকর্মী গুলিবিদ্ধ

প্রকাশ : ২০-০৪-২০২৫ ১৪:৪৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিলে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি যুবদলের কর্মী। শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, মগবাজার মোড়ল বাড়ি সংলগ্ন হাতিরঝিলে গোলাগুলির শব্দ পাওয়া যায়।

পথচারী জুয়েল মিয়া জানান, তিনি মোটরসাইকেলে হাতিরঝিল দিয়ে যাওয়ার সময় রাস্তায় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, গোলাগুলির শব্দ পেয়েছি। বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

আহত আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী বলে জানা গেছে। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রাসেল ইসলাম জানান, আরিফ সরদার হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। পেশায় তিনি ওয়ার্কশপের কর্মচারী।

চিকিৎসকদের বরাতে এসআই রাসেল জানিয়েছেন, ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। তার মুখের মধ্যে গুলি ঢুকে কপাল দিয়ে বের হয়ে গেছে।

আরিফের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। তার বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিমানবন্দর কাস্টমসের ৫৫ কেজি সোনা চুরির ঘটনা অনুসন্ধানের  সিদ্ধান্ত দুদকের বিমানবন্দর কাস্টমসের ৫৫ কেজি সোনা চুরির ঘটনা অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৮ দফা দাবি ক্যাপসে ‘র বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৮ দফা দাবি ক্যাপসে ‘র শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দেশে ফেরাতে দুদকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দেশে ফেরাতে দুদকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু ডিবি হেফাজতে সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি ডিবি হেফাজতে সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি এ.এইচ.এম  খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের ৩ মামলা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের ৩ মামলা