weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৬৯% , শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হৃতিক-সালমান আসছেন একফ্রেমে

প্রকাশ : ২৫-১২-২০২৪ ১১:২৫

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
এবার একফ্রেমে আসছেন বলিউড ভাইজান সালমান খান ও হৃতিক রোশন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধতে চলেছেন সালমান-হৃতিক।

প্রতিবেদনে বলা হয়, আলি আব্বাস জাফরের পরিচালনায় কোনো ছবিতে নয়, বরং বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধবেন তারা। 
এই বিজ্ঞাপনের বাজেট বলিউডের বড় বাজেটের ছবি থেকে বেশি হতে পারে।

জানা গেছে, হৃতিক ও সালমানকে নিয়ে একেবারে অ্যাকশন প্রুফ বিজ্ঞাপন শুট করবেন পরিচালক আলি আব্বাস জাফর। 

‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’র মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন আব্বাস জাফর। শোনা যাচ্ছে, বিজ্ঞাপনটির শুটিং শিগগিরই শুরু হবে। মুম্বাইজুড়ে শুটিংয়ের জায়গাও প্রস্তুত করা হচ্ছে। বিশেষ মুহূর্তে তৈরি করতে বিদেশের কিছু জায়গা ভিএফএক্সরও ব্যবহার করা হবে।

এদিকে হৃতিকের হাতে তেমন কোনো ছবি নেই। তবে সালমান এখনও ব্যস্ত তার নতুন ছবি ‘সিকন্দর’র শুটিংয়ে। প্রাণনাশের হুমকির মাঝেই কড়া নিরাপত্তায় শুটিং করছেন বলিউডের ভাইজান।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি।

উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের ওপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। আগামী বছরের ইদে ‘সিকন্দর’ মুক্তি পাওয়ার কথা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ