weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘প্রিন্স’ সিনেমায় রেকর্ড পারিশ্রমিক শাকিবের, পরিচালক বললেন এটি প্রাপ্য

প্রকাশ : ২৫-০৮-২০২৫ ১৬:৫২

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
জের পরবর্তী সিনেমার নাম ঘোষণা করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ‘প্রিন্স’ শিরোনামের সিনেমায় দেখা মিলবে তার। ইতোমধ্যে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে; যা ঘিরে ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। এরইমধ্যে আলোচনায় উঠে এসেছে সিনেমাটিতে শাকিব খানের পারিশ্রমিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন রয়েছে, এই মেগাস্টার তার আগামী ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’ (ওয়ান্স আপন অ্যা টাইম)-এর জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন! ঢাকা-কলকাতা মিলিয়ে দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতে এতো পারিশ্রমিক আজ পর্যন্ত শাকিব খান ছাড়া কেউ নেননি!

একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে শাকিবের তিন কোটি টাকা নেওয়ার ব্যাপারে কথা বলেছেন ‘প্রিন্স’ সিনেমার প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা। তিনি বলেন, এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে। অবশ্যই আগের তার ছবিগুলো চেয়ে রেমুনারেশন (পারিশ্রমিক) বেশি হওয়াটা স্বাভাবিক।

শিরিন সুলতান আরো বলেন, গত কয়েক বছরে শাকিব ভাইয়ের সবগুলো ছবি দেখেছি। তিনি প্রতিটি কাজে নতুনভাবে হাজির হচ্ছেন। ছবিগুলো দেখে তার প্রতি একধরনের ধারণা ছিল। কিন্তু আমরা যখন তাকে প্রিন্স ছবি গল্প শোনাই উনি এক মনোযোগে ৪৫ মিনিটে শুনে ফেললেন। এতটাই মনোযোগী ছিলেন মনে হলো এই গল্প তার পুরোপুরি মুখস্ত। আসলে তার এত বছরের সাধনা আছে বলেই তিনি আজ এই অবস্থানে আছেন।

শুক্রবার ‘প্রিন্স’ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ হয়েছে। যেখানে দেখা যায় ছোট-বড় বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন একদল মানুষ। তাদের মাঝখানে দুহাতে দুটি পিস্তল উঁচিয়ে প্রসারিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন একজন। যাকে বিশেষভাবে আলাদা করা যাচ্ছে তিনি শাকিব খান। পোস্টার প্রকাশের সঙ্গে জানানো হয়েছে, ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের— শহর চিনবে তার আসল নায়ককে।

শাকিবকে নিয়ে ‘প্রিন্স’র মাধ্যমে প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নেমেছে ক্রিয়েটিভ ল্যান্ড। ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন আবু হায়াত মাহমুদ। এটি হতে যাচ্ছে নির্মাতার প্রথম সিনেমা, এর আগে তিনি শতাধিক ফিকশন ও ডকু ফিল্ম নির্মাণ করেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল