weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে জমজমাট বিক্রি নিউমার্কেটে

প্রকাশ : ২২-০৩-২০২৫ ১২:২০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতরকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীরা। ক্রেতাদের উপচেপড়া ভিড়ই বলে দিচ্ছে, এবার ভালো বিক্রি হচ্ছে। তবে এবার ঈদে হালকা-পাতলা পোশাক অর্থাৎ গরমে আরামদায়ক পোশাকে বেশি খুঁজছেন ক্রেতারা।

শুক্রবার (২১ মার্চ) সরেজমিনে নিউমার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, এবার ক্রেতা সমাগম বেশি থাকায় আশানুরূপ বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ক্রেতা সামাগম বেশি। তাছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এমনিতেই মার্কেটে ক্রেতা বেশি আসে।

আর বিক্রেতাদের কেউ কেউ পোশাকের বাড়তি দামের অভিযোগ করেছেন। তারা বলছেন, নিউমার্কেটে একসঙ্গে সব ধরনের পণ্য পাওয়ায় তারা এখানে আসেন। তবে বিক্রেতারা বাড়তি দাম চান। এজন্য দামাদামি করে কাপড় কিনতে হয়। রাজধানীর শ্যামলী থেকে কেনাকাটা করতে আসা নওরিন আফরোজ বলেন, ঈদের ছুটিতে বাড়িতে যাবো। পরিবারের সবার জন্য কমবেশি কেনাকাটা করে নিয়ে যাবো। কিছু কিনেছি আরও কেনাকাটা বাকি আছে।

সাভারের হেমায়েতপুর থেকে আসা আসমা বেগম বলেন, ঈদের কেনাকাটা করতে এসেছি। দোকানদাররা দাম চায় বেশি। দামাদামি করে কাপড় কিনতে হয়। আবার অনেক দোকানেই একদর। সেসব দোকান থেকে কাপড় কিনতে সুবিধা ৷ 

সরেজমিনে নিউমার্কেট ঘুরে দেখা গেছে, শাড়ি, থ্রি-পিস, জামা, প্যান্ট, শার্টের চাহিদা বেশি। তবে কাপড় কেনার ক্ষেত্রে হালকা ও পাতলা বা যেগুলো গরমে আরামদায়ক সেসব পোশাকের দিকে ক্রেতাদের ঝোঁক দেখা গেছে। ৫০০ টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বিভিন্ন ধরন আর ডিজাইনের পোশাক। তবে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত কাপড়ের চাহিদা বেশি দেখা গেছে।

নিউমার্কেটের ব্যবসায়ী আহমেদ আকবর বলেন, এবার বিক্রি ভালো হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিক্রি অনেকটা বেড়েছে। ঈদের আগের দিন পর্যন্ত জমজমাট থাকবে। আরেক ব্যবসায়ী আমিনুল হাকিম বলেন, বিক্রি ভালো হচ্ছে। দাম কমই রাখছি, কারণ আমাদের বিক্রি বেশি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪