weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ওয়েস্টার্ন সঙ্গীত ও বাংলাদেশে ব্যান্ড মিউজিকের ইতিহাস নিয়ে বই লিখলেন ওমর খালেদ রুমী

প্রকাশ : ১১-০৯-২০২৫ ১২:৪৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ওমর খালেদ রুমী বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি জনপ্রিয় ও সুপরিচিত নাম। ওয়ান ডাউন ব্যাটসম্যান এবং লেগ স্পিনার হিসেবে সত্তর এবং আশির দশকজুড়ে তিনি ছিলেন সুপরিচিত মুখ।

সেই অভিজ্ঞতা থেকে আগেই লিখেছেন দুটি বই। মাঝখানে লিখছিলেন নৃতত্ত্ব নিয়ে একটি গম্ভীর গ্রন্থ। এর ফাঁকে দুই মলাটে নিয়ে এলেন ওয়েস্টার্ন সঙ্গীত জগৎ এবং বাংলাদেশে ব্যান্ড মিউজিকের ইতিহাস।

স্বাধীনতার পর এই দেশে ব্যান্ড মিউজিকের যাত্রা শুরু হয় যে কজন তরুণের হাতে তাদের মধ্যে ওমর খালিদ রুমী অন্যতম। আন্ডারগ্রাউন্ড পিস লাভার্স, ফিডব্যাক, রেনেসাঁ, কিং অব ওভাল জেনিথ, বাংলাদেশ হয়ে এখন তিনি নিজের নামেই গ্রুপ করেছেন ‘রুমী অ্যান্ড ব্রাদার্স’।

২২৫ পৃষ্ঠার বইটি লেখার কাজ করেছেন তিনি ঢাকা এবং সুদূর অস্ট্রেলিয়ায় বসে। সাবেক সতীর্থদের অনেকে ছবি ও তথ্য দিয়ে সাহায্য করেছেন তাকে। উইন্ডি সাইড অব কেয়ার ব্যান্ডের মুসা, মাইলসের ফরিদ, আন্ডারগ্রাউন্ড পিস লাভার্সের সালাহউদ্দিন, লেখক তারিক সুজাত, ফটো সাংবাদিক টিংকু প্রমুখ বিভিন্নভাবে এই গবেষণাগ্রন্থে তথ্য, আলোকচিত্র সরবরাহ এবং অনুপ্রেরণা দিয়ে পাশে থেকেছেন। 

বইটির প্রকাশনা সংশ্লিষ্টরা জানান, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যে রক প্রজন্ম এদের হাতেই গড়ে উঠেছিলো ব্যান্ড মিউজিক। প্রায় ৫০ বছরের ইতিহাসকে সংকলন ও নথিবদ্ধ করা একটি শ্রমসাধ্য কাজ বটে। এই অসামান্য কাজটি সম্পন্ন করে ওমর খালেদ রুমী একটি সাংস্কৃতিক দায়িত্ব পালন করেছেন। যারা বিচিত্র বিষয় পড়তে পছন্দ করেন তারা বইটি পেতে খোঁজ করতে পারেন নিউমার্কেটের বুক মার্ট এবং শাহাবুদ্দিন পার্কের বুক ওয়ার্মে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা