weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কবি শ্বেতা শতাব্দী মারা গেছেন

প্রকাশ : ১৩-০৯-২০২৫ ১২:২৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়ায় আক্রান্ত তরুণ কবি শ্বেতা শতাব্দী আর নেই। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ ক্যানসার সোসাইটি অ্যান্ড ওয়েলফেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৩ বছর।

শ্বেতার বড় বোন মন্দিরা শতাব্দী এষ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, আমার মণি আমাকে ছেড়ে চলে গেছে। আর আমাকে দিদি ডাকবে না।

গত ৮ সেপ্টেম্বর শ্বেতাকে কেমোথেরাপির জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার লিভার ফেইলিওর হয়।

বাসাবোর বরদেশ্বরী কালীমন্দিরে শুক্রবার রাত ১টার দিকে শ্বেতার শেষকৃত্য সম্পন্ন হয়। 

জামালপুরের মেয়ে শ্বেতার জন্ম ১৯৯২ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

জন্ম থেকেই ‘বিটা থ্যালাসেমিয়া মেজর’ রোগে ভুগছিলেন শ্বেতা। কয়েক বছর আগে থ্যালাসেমিয়ার সঙ্গে যোগ হয় লিভার ক্যানসার। ব্যয়বহুল চিকিৎসা সামলাতে পরিবারকে পড়তে হয় সংকটে। কয়েক দফা সহায়তার উদ্যোগে চলে চিকিৎসা।

জটিল সময়েও লেখালেখি ছাড়েননি শ্বেতা। সবশেষ ২০২৫ সালের একুশে বইমেলায় তার কাব্যগ্রন্থ ‘হাওয়া ও হেমন্ত’ প্রকাশিত হয়।

এর আগে প্রকাশ হয় তার কাব্যগ্রন্থ- ‘অনুসূর্যের গান’, ‘রোদের পথে ফেরা’, ‘ফিরে যাচ্ছে ফুল’, ‘আলাহিয়ার আয়না’ এবং ‘বিপরীত দুরবিনে’।

সৃজনশীল লেখালেখির জন্য তরুণ এই কবি পেয়েছেন ‘আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার’। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই