weather ২৬.৯৯ o সে. আদ্রতা ১০০% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কবি সোহেল হাসান গালিবের মুক্তি ও নিরাপত্তা দাবি

প্রকাশ : ১৬-০২-২০২৫ ১৫:১৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
কবি সোহেল হাসান গালিবের নিঃশর্ত মুক্তি এবং তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন শতাধিক লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিক, অধিকারকর্মীসহ বিভিন্ন পেশাজীবী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

লেখক ও সাংবাদিক ধ্রুব সাদিকের পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে আমরা অবগত হয়েছি যে একটি কবিতা লেখার কারণে একটি বিশেষ গোষ্ঠীর চাপে কবি-প্রাবন্ধিক ও শিক্ষক সোহেল হাসান গালিবকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিক, অধিকারকর্মীসহ বিভিন্ন পেশাজীবী নাগরিক মনে করি- কর্তৃপক্ষের এই ধরনের পদক্ষেপ লেখকের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি, এবং একই সাথে ছাত্রজনতার আন্দোলনের সাথেও অসঙ্গতিপূর্ণ।

ধর্ম অবমাননার অভিযোগে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গালিবকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

২০২৪ সালে প্রকাশনা প্রতিষ্ঠান উজান থেকে প্রকাশিত বইয়ে গালিবের লেখা একটি কবিতা ঘিরে সমালোচনা শুরু হয়। কবিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে গালিবের বিরুদ্ধে মহানবীকে ‘কটাক্ষ’ করার অভিযোগ ওঠে। 

লেখালেখির পাশাপাশি গালিব একটি সরকারি কলেজে শিক্ষকতা করেন। এদিকে নিরাপত্তা শঙ্কায় অমর একুশে বইমেলায় উজানের স্টল বন্ধ রয়েছে। শনিবারও উজানের স্টলটিতে গিয়ে দেখা যায়, ত্রিপল দিয়ে ঢেকে রাখা।

উজানের প্রকাশক ষড়ৈশ্বর্য মুহাম্মদ বলেন, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণেই গত বুধবার থেকে স্টল বন্ধ রেখেছি।

উজান স্টল বন্ধ থাকার বিষয়ে বইমেলা টাস্কফোর্স উপকমিটির আহ্বায়ক সেলিম রেজা বলেন, বইমেলা পরিচালনা কমিটি থেকে কোনো স্টলই বন্ধ করা হয়নি। প্রকাশকই তার স্টল বন্ধ রেখেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গোপালগঞ্জ রণক্ষেত্র , নিহত ৪ গোপালগঞ্জ রণক্ষেত্র , নিহত ৪ মিটফোর্ডে লাল চাঁদ হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব: ডিএমপি মিটফোর্ডে লাল চাঁদ হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব: ডিএমপি কাঠগড়ায় আসামির আত্মহত্যা চেষ্টা কাঠগড়ায় আসামির আত্মহত্যা চেষ্টা বনানীতে নয় বছরের পথশিশুকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার বনানীতে নয় বছরের পথশিশুকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’