weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছর ৬২ বার স্বর্ণের দামে সমন্বয়

প্রকাশ : ৩১-১২-২০২৪ ১২:০৩

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
চলতি ২০২৪ সালে দেশের বাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। বছরটিতে মোট ৬২ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে, দাম কমানো হয়েছে ২৭ বার।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, চলতি বছরে প্রথমবার স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১৮ জানুয়ারি। সে সময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। আর সবশেষ দাম নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর। 

ওই দিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। অর্থাৎ বছরের শুরুতে এক ভরি স্বর্ণের যে দাম নির্ধারণ করা হয় তার থেকে আরো ২৫ হাজার ৮৪৭ টাকা বেড়ে বছর শেষ হচ্ছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার প্রেক্ষিতে সবশেষ ৩০ ডিসেম্বর স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সবেচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার চার টাকা কমিয়ে এক লাখ ৩২ হাজার এক টাকা নির্ধারণ করা হয়। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৬৩ টাকা কমিয়ে এক লাখ ১৩ হাজার ১৪১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা কমিয়ে ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এই দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ সর্বোচ্চ এক লাখ ৪৩ হাজার ৫২৬ টাকায় বিক্রি হয়েছে। ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই দামে স্বর্ণ বিক্রি হয়। আর চলতি বছর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের সর্বনিম্ন দাম ছিল এক লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ১৯ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এই দামে স্বর্ণ বিক্রি হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪