weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৪৫% , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ

প্রকাশ : ১২-০৪-২০২৫ ১০:৪০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা। এ ঘটনায় শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটালেও প্রস্তুতি কমবে না বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

আজ শনিবার (১২ এপ্রিল) সকালে চারুকলা অনুষদে সরেজমিনে এমনটি দেখা যায়। অনুষদের যেখানে মোটিফ তৈরির কাজ চলছিল, সেখানে আগুন লেগে এগুলো পুড়ে গেছে বলে জানা যায়। আগুনে দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতির মোটিফটি পুরোপুরি পুড়ে গেছে। শান্তির পায়রা মোটিফটিও আংশিক পুড়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন। তখনই হয়তো এ কাজ করা হয়েছে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা আমরা এখনো নিশ্চিত না। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ভোরে আগুন লেগে এমনটি হয়েছে।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। এটির উচ্চতা ২০ ফুট। 

এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাড়া চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। এটিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে। আগুনের সূত্রপাত জানতে সিসি ক্যামেরার ফুটেজ চেক করার কার্যক্রম চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তাজনিত সমস্যা হবে না: র‍্যাবের ডিজি নববর্ষের অনুষ্ঠানে নিরাপত্তাজনিত সমস্যা হবে না: র‍্যাবের ডিজি ‘মার্চ ফর গাজা’ ইতিহাসে লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত ‘মার্চ ফর গাজা’ ইতিহাসে লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় ১০০ জন নিহত: জাতিসংঘ সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় ১০০ জন নিহত: জাতিসংঘ বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি পারমাণবিক চুক্তি: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে `গঠনমূলক' আলোচনা পারমাণবিক চুক্তি: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে `গঠনমূলক' আলোচনা