weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭০% , রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার শিক্ষক বললেন, ‘শয়তানের ধোকায় পড়েছি’

প্রকাশ : ০৯-০৩-২০২৫ ১৪:৫৫

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসায় শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে পুলিশে দেন। পরে তার বিরুদ্ধে থানায় মামলা করেন শিশুটির বাবা।

গ্রেপ্তার আবদুল মালেক (২৫) উপজেলার মাওনা এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। তার গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মাদ্রাসায় সাত বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক আবদুল মালেক। এর পর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে চাচ্ছিল না। শনিবার সে ওই ঘটনার কথা পরিবারের সদস্যদের জানায়। এদিন সন্ধ্যায় তার পরিবারের সদস্য ও এলাকার লোকজন আবদুল মালেককে আটক করেন। একপর্যায়ে তিনি ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে আবদুল মালেকের ধর্ষণচেষ্টার কথা স্বীকার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আতিকুর রহমান নামের একটি ফেসবুক আইডিতে ৫৪ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে ধর্ষণচেষ্টার কথা স্কীকার বলে আবদুল মালেক বলছেন, ‘আমি শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি। এমন কাজ আমি আর কখনো করিনি। তাকে খারাপ কাজ করিনি।’

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আখতার বলেন, অভিযুক্ত আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাতে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির বাবা মামলা করেছেন। রবিবার (৯ মার্চ) তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরত আনার চেষ্টা করা হবে : দুদক চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরত আনার চেষ্টা করা হবে : দুদক চেয়ারম্যান রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে : দুদক চেয়ারম্যান সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে : দুদক চেয়ারম্যান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দালিলিক প্রমাণ হাতে নিয়েই মামলা হয়েছে : দুদক চেয়ারম্যান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দালিলিক প্রমাণ হাতে নিয়েই মামলা হয়েছে : দুদক চেয়ারম্যান ওড়িশায় বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫ ওড়িশায় বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫