weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কাকে পুনর্জন্মেও চান নিক

প্রকাশ : ০১-০৮-২০২৫ ২২:৪৭

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন গায়ক নিক জোনাস সুখি দম্পতি। প্রায়শই তাদের বয়সের ব্যবধান নিয়ে আলোচনা ও বিতর্ক হয়। তবে এসব আলোচনাকে উপেক্ষা করে এই জুটি একে অপরের প্রতি তাদের ভালোবাসার বন্ধনকে আরো দৃঢ় করেছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জোনাস তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। নিক জোনাস জানান, তিনি প্রতিটি জন্মে প্রিয়াঙ্কাকেই তার জীবনসঙ্গী হিসেবে পেতে চান।

তার কথায়, ‘আমি গত জন্মে বিশ্বাস করি, অবশ্যই পুনর্জন্মেও বিশ্বাস রাখি। আগামী জন্মগুলোতেও আমার স্ত্রীকেই সঙ্গী হিসেবে দেখতে চাই। এই চিন্তাটা আমাকে খুব শান্তি দেয়।’ 

‘এই জীবনে আমাদের একসঙ্গে থাকার সময়কাল খুবই ক্ষুদ্র মনে হয়। পরের জন্মেও আমাদের ভালোবাসা বাকি আছে, এটা ভেবে খুব ভালো লাগে।’ নিকের এমন মন্তব্য শুনে তাদের ভক্তরা মুগ্ধ হয়েছেন। 

অনেকেই নিকের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার বলে মন্তব্য করেছেন। একজন অনুরাগী লিখেছেন, ‘প্রিয়াঙ্কার বিষয়ে নিক যা বলেন, আমি চাই আমার জন্যও কোনো পুরুষ এমন কথা বলুক।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘পরজন্মে প্রিয়াঙ্কাকেই সঙ্গী হিসেবে পেতে চান নিক, এর চেয়ে গভীর ভালোবাসা আর কী হতে পারে।’

এর আগেও এক সাক্ষাৎকারে নিক জোনাস প্রিয়াঙ্কাকে একজন 'সন্ন্যাসিনী' হিসেবে বর্ণনা করেছিলেন। প্রায়ই তিনি তাদের মেয়ে মালতী মেরির কাছে প্রিয়াঙ্কার কথা বলেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ আদালতের প্রতি আস্থা নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী আদালতের প্রতি আস্থা নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী ‘এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ ‘এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ পদচ্যুত হতে পারেন থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হতে পারেন থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, শিক্ষক হাফিজুরসহ ১৬ জন কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, শিক্ষক হাফিজুরসহ ১৬ জন কারাগারে