weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৭৮% , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাকি যা করসি বেশ করসি : মেঘমল্লার বসু

প্রকাশ : ০৬-০৮-২০২৫ ১২:১০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমকে নিয়ে দেওয়া বিতর্কিত স্লোগান দেওয়ায় ভুল স্বীকার করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। 

তিনি তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেন, ‌‘সাদিক কায়েম পাকিস্তানি, স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই।’

মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

মেঘমল্লার পোস্টে লিখেছেন, ‘সাদিক কায়েম পাকিস্তানি, স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই। ইট ওয়াজ বিনিথ মি। ভবিষ্যতে এই প্রজন্মের শিবিরের নেতাদের নিয়ে এহেন স্লোগান দেওয়া থেকে বিরত থাকবো। কমরেডরাও সচেতন থাইকেন। বাকি যা করসি বেশ করসি, আরো করবো।’

প্রসঙ্গত, ৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাবি ছাত্রশিবির আয়োজিত ছবি প্রদর্শনীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দন্ডিত জামায়াত নেতাদের এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করাকে কেন্দ্র করে বিক্ষোভ করে বাম ছাত্র সংগঠনগুলো।

এ সময় বিক্ষোভে মেঘমল্লার বসু স্লোগান দেন- ‘সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি।’ এমন স্লোগানে তিনি শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েন। যার পরিপ্রেক্ষিতে তিনি ভুল স্বীকার করে এমন ফেসবুক স্টেটাস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার রাজধানীতে দুই বাসে আগুন রাজধানীতে দুই বাসে আগুন শহীদ নূর হোসেন দিবস আজ শহীদ নূর হোসেন দিবস আজ দায় নিয়ে সরে গেলেন বিবিসির প্রধান টিম ডেভি ও হেড অব নিউজ ডেবোরাহ টারনেস দায় নিয়ে সরে গেলেন বিবিসির প্রধান টিম ডেভি ও হেড অব নিউজ ডেবোরাহ টারনেস ইসরায়েলের গোপন কারাগার ‘রাকেফেত’, আলো পৌঁছে না যেখানে ইসরায়েলের গোপন কারাগার ‘রাকেফেত’, আলো পৌঁছে না যেখানে