weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শীতের সবজি বাজারে এলেও দাম কমেনি, ঊর্ধ্বমুখী মাছ-মাংসও

প্রকাশ : ২৪-১০-২০২৫ ২৩:৫০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
প্রায় দুইমাস ধরে ঊর্ধ্বমুখী রয়েছে কাঁচাবাজার। বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি ৮০ টাকার ওপরে। বৃষ্টির অজুহাতে দাম বাড়ানো হলেও এখনো তা কমছে না। সপ্তাহখানেক আগে বিক্রেতারা বলেছিলেন- বৃষ্টি কমলে সবজির দাম কমবে। কিন্তু বাজার এখনো লাগামহীন। 

শুধু সবজিই না একই সঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে মাছ, মাংস ও রসুনের দামও। এখন অবশ্য বিক্রেতারা বলছেন- ঋতু পরিবর্তন ও পণ্যের ঘাটতির কারণে দাম বাড়তি রয়েছে।

অনেকেই নির্ধারিত বাজেট নিয়ে বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। ক্রেতাদের অভিযোগ, সরকার সব করতে পারলেও বাজারদর নিয়ন্ত্রণে আনতে অসহায়। সরকারের প্রশাসনের তদারকি না থাকায় ব্যবসায়ীরা নিজের ইচ্ছামতো দাম বাড়াচ্ছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা যায়, সবজি, মাছ, ডিম, মুরগি থেকে শুরু করে চাল-ডাল পর্যন্ত সব কিছুর দাম বেড়েছে। কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, টমেটোসহ প্রতিটি সবজির কেজি প্রতি দাম বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। শীত মৌসুম ঘনিয়ে এলেও সবজির দাম এখনো সাধারণের নাগালের বাইরে। অনেকেই মাংস খাওয়া এখন বিলাসিতা মনে করছেন। 

বিক্রেতারা বলছেন, নতুন সবজি অল্প অল্প করে বাজারে আসতে শুরু করেছে। এরপর শীত আসবে, তখন বেশি বেশি নতুন সবজি উঠবে এবং দাম আরো কমে আসবে।

বেসরকারি চাকরিজীবী আবুল হোসেন বলেন, সবজির বাজার যে আমাদের নাগালের মধ্যে আসছে না, আমাদের যে কষ্ট হচ্ছে...এটা দেখার কেউ নেই দেশে! মনে হয় যেন এই দায় কারো না। দিনের পর দিন দাম বাড়তে থাকবে, আর আমরা শুধু সহ্য করে যাবো। কোনো মতে খেয়ে পরে বাঁচব।

সবজির দাম বাড়তি থাকা নিয়ে বিক্রেতা শাহ আলম বলেন, আসলে অসময়ে বেশি বৃষ্টি হওয়ার কারণে অনেক ফসলের ক্ষতি হয়েছে, গাছ নষ্ট হয়ে গিয়েছে। তাই সবজির দামও বেড়ে গিয়েছে। এখন বৃষ্টি নাই, কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে তাই দাম কমছে না। শীত আসতে শুরু করলেই দাম কমে যাবে, আশা করি।

কারওয়ান বাজারের বিক্রেতা মো. লিটন বলেন, এখন রসুনের দাম একটু বাড়তি আছে। বাজারে একটু ঘাটতি হলেই দাম বেড়ে যায়। তবে বেশি দিন বাড়তি দাম থাকবে না। নতুন রসুন এলেই দাম কমে যাবে।

শুক্রবার মাছ-মাংসের বাজারও ছিল ঊর্ধ্বমুখী। আবারো বেড়েছে কক মুরগির দাম। এ ছাড়া অন্যান্য মাংসের দাম রয়েছে স্থিতিশীল। 

ইস্কাটনের আল-আমিন চিকেন হাউসের বিক্রেতা বলেন, ব্রয়লারের দাম শীতে কমবে। আর এরমধ্যে দাম আর বাড়ার শঙ্কা নাই।

অন্যদিকে, গত কোরবানির ঈদের পর থেকে চালের দাম বৃদ্ধি পেলে সরকার আমদানি শুরু করে। তাতে বাজারে কিছুটা স্থিতিশীলতা এলেও দাম পুরোপুরি কমেনি। চাল ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, আমদানি বন্ধ হয়ে গেলে আবারো দাম বাড়তে পারে। এক চাল ব্যবসায়ী বলেন, সরকারি আমদানির কারণে বাজার কিছুটা স্থির আছে। তবে এই ধারা বজায় না থাকলে আবারো দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে কথা হয় গৃহিণী রোকসানা বেগমের সঙ্গে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রতিদিন বাজারে গেলে মনে হয় যুদ্ধ করতে যাচ্ছি। ৫০০ টাকায় এখন কিছুই কেনা যায় না। সবকিছুর দামই বাড়ছে। এক হাজার টাকায় দুই-তিনটি আইটেম কেনার পর আর টাকা থাকে না। সরকার আমাদের এই কষ্টের খবর নেয় না।

একই বাজারে কথা হয় রিকশাচালক নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, দিনে ৭০০-৮০০ টাকা কামাই করি, কিন্তু পরিবারের জন্য বাজার করতে গিয়ে দুই দিনের আয় আগেই শেষ হয়ে যায়। মাছ-মাংস এখন বিলাসী জিনিস মনে হয়। কোরবানির ঈদ ছাড়া গরুর মাংস খাওয়া কল্পনাই করা যায় না। সরকার সব কিছু নিয়ন্ত্রণ করতে পারলেও বাজারদর নিয়ন্ত্রণে যেন অসহায়।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজার থেকেই পণ্যের দাম বেড়ে যাচ্ছে- তারা বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করছেন।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ী আবু তালেব বলেন, পাইকারি বাজারে দাম বেশি থাকলে আমরা কম দামে বিক্রি করতে পারি না। সরকার জায়গামতো নিয়ন্ত্রণ করতে না পারলে খুচরা বাজারে প্রভাব পড়বেই। সিন্ডিকেট নিয়ন্ত্রণ না হলে বাজারে দাম কখনোই স্থিতিশীল হবে না।

আরেক ব্যবসায়ী রহমান মিয়া বলেন, পাইকারি বিক্রেতাদের সিন্ডিকেট অনিয়ন্ত্রিতভাবে দাম বাড়ায়। আমরা বাজারে গিয়ে টাকার ঘাটতিতে পড়ি। তাদের কাছ থেকে বেশি দামে কিনে আনতে হয়, ফলে খুচরা বাজারে দাম বাড়ানো ছাড়া উপায় থাকে না। সরকার যদি শক্ত পদক্ষেপ নেয়, তাহলে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই স্বস্তি আসবে।

অর্থনীতিবিদরা বলছেন, পণ্যের সরবরাহ চেইনে অসঙ্গতি ও মনিটরিংয়ের ঘাটতিই বাজার অস্থিরতার মূল কারণ। নিয়মিত বাজার তদারকি এবং মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে।

ক্রেতারা আশা করছেন, আসন্ন রোজা ও মৌসুমকে ঘিরে যেন নতুন করে দাম না বাড়ে, বরং নিত্যপণ্যের বাজারে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই