weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

প্রকাশ : ০৭-০৩-২০২৫ ১৯:১৩

ছবি : সংগৃহীত

সিলেট ব্যুরো
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি এলাকার ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। মরদেহটি ভারতের সীমান্তরক্ষী বিএসএফেএর সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে বলে নিহত শাহেদের স্বজনরা দাবি করেছেন।

শুক্রবার (৭ মার্চ) সকালে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯ নম্বর পিলারের অভ্যন্তরে শাহেদের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে বলে জানতে পারেন নিহতের পরিবার।

নিহত শাহেদ আহমদ সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শাহেদ বৃহস্পতিবার রাত ৭টার দিকে কাজের উদ্দেশে আরো বেশ কয়েকজনের সঙ্গে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফিরলে শুক্রবার সকাল থেকে শাহেদ আহমদের পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তারা জানতে পারেন শাহেদ আহমদের বুকে গুলিবিদ্ধ লাশ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯ নম্বর পিলারের অভ্যন্তরে পড়ে রয়েছে।

শাহেদ আহমদের লাশ উদ্ধারের জন্য সীমান্তবর্তী লোভাছড়া বিজিবি ক্যাম্পের স্মরণাপন্ন হলে আইনি জটিলতা থাকায় তারা নিহতের লাশ উদ্ধার করতে পারেননি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানার পর তিনি বিজিবিকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তবে শাহেদ আহমদের লাশ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায় সে দেশের পুলিশ লাশ তাদের হেফাজতে নিয়ে যায়।

স্থানীয়রা ধারণা করছেন, মাঝে মধ্যে ভারত থেকে অবৈধভাবে চিনি ও অন্যান্য পণ্যসামগ্রী বহনের জন্য সীমান্ত এলাকায় অনেকে ভারতে অনুপ্রবেশ করে থাকেন। বৃহস্পতিবার গভীর রাতে ভারতের লাইজুরি এলাকায় গুলির শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে- অবৈধ অনুপ্রবেশ করায় গভীর রাতে ভারতীয় বিএসএফ কিংবা অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে শাহেদ আহমদ নিহত হন। তার বুকে গুলির আঘাত রয়েছে বলে নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন।

লোভাছড়া বিজিবি ক্যাম্পে যোগাযোগ করা হলে জানানো হয়, শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতের অভ্যন্তরে পড়ে থাকার সংবাদ তারা পেয়েছেন। থানা পুলিশ শাহেদ আহমদের লাশ উদ্ধারে এগিয়ে এলে বিজিবি এক্ষেত্রে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তার লাশ আনার ব্যবস্থা করতে পারে বলে তারা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদের লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে লাশ উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিকে জানিয়েছেন।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, শুনেছি শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতে পড়ে রয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে এলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাহেদ আহমদের লাশ ফিরিয়ে আনতে পুলিশের যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি আমরা করব। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি