weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সোনার দাম কমেছে, আজ কার্যকর

প্রকাশ : ২৪-১২-২০২৪ ১৫:৩৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে সোনার দাম কমেছে। এ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ২৪৮ টাকা দাম কমেছে। ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে এক লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা। নতুন দাম আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর তথ্য জানায়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে ১৮ ডিসেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৮৮ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, মঙ্গলবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা এক লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা এক লাখ ৩৩ হাজার পাঁচ টাকা এবং ১৮ ক্যারেট এক লাখ ১৪ হাজার চার টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৩ হাজার ৬০৪ টাকা।

সোমবার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে এক লাখ ৪০ হাজার ৫৮৬ টাকায়। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা এক লাখ ৩৪ হাজার ১৯৪ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ১৫ হাজার ৩০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৪ হাজার ৪৭৮ টাকায় বিক্রি হয়েছে।

সে হিসাবে আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম এক হাজার ২৪৮ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৮৯ টাকা, ১৮ ক্যারেটে এক হাজার ২৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৮৭৪ টাকা দাম কমবে। সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত আছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪