weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল ইসি

প্রকাশ : ০৬-০৮-২০২৫ ১৬:২৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
গত তিন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটদের তথ্য জানতে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নাম, ঠিকানাসহ ম্যাজিস্ট্রেটদের আট ধরনের তথ্য চেয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও দেশের সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছে ইসি।

ম্যাজিস্ট্রেটদের এসব তথ্য চেয়ে গত সোমবার চিঠি দেওয়া হয়েছে।

উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা ওই চিঠিতে বলা হয়, '২০১৪, ২০১৮, ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সব জেলা বা সব মেট্রোর নির্বাচনী এলাকার নির্বাচনকালীন দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়োজিত ম্যাজিস্ট্রেটের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী বা বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইলের নম্বরের তথ্য সরবরাহের অনুরোধ করা হলো।'

এর আগে পিবিআইয়ের চাওয়ার প্রেক্ষিতে ওই তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়ে জেলা প্রশাসকদের চিঠি পাঠায় ইসি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা