weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭৯% , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

থমথমে সচিবালয়ে ব্যাপক নিরাপত্তা, সোয়াট-বিজিবি মোতায়েন

প্রকাশ : ২৭-০৫-২০২৫ ১২:১২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলন আরো তীব্র হয়ে উঠেছে। এর প্রেক্ষিতে সচিবালয় এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই সচিবালয়ের চারপাশ ঘিরে রেখেছেন পুলিশ, বিজিবি ও সোয়াট সদস্যরা।

সকাল সাড়ে নয়টার দিকে সচিবালয়ের প্রধান ফটকে মোতায়েন দেখা যায় সাঁজোয়া যান ও বিশেষায়িত বাহিনী সোয়াটকে। নিরাপত্তার অংশ হিসেবে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সাংবাদিকদেরও সকাল পর্যন্ত সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা জানিয়েছেন, সাংবাদিকদের প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দুপুর ১২টার দিকে।

এদিকে, সচিবালয়ের ভেতরে গত তিনদিন লাগাতার কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। একইসঙ্গে, দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মচারীদেরও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

সচিবালয়ের আন্দোলনকারীদের নতুন প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’র পক্ষ থেকে জানানো হয়েছে, অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সরকারি কর্মচারীদের দাবি অনুযায়ী, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে যার ফলে জনপ্রশাসন মন্ত্রণালয় দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া ছাড়াই যেকোনো সরকারি কর্মচারীকে বরখাস্ত করতে পারবে। কর্মচারীদের ভাষায়, এটি দমনমূলক ও স্বেচ্ছাচারিতার সুযোগ সৃষ্টি করে।

অধ্যাদেশটি কার্যকর হওয়ার পর থেকেই কর্মচারীরা বিভিন্ন দপ্তরে কর্মবিরতি শুরু করেন। অভিযোগ রয়েছে, অনেক জায়গায় গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে প্রশাসনের একটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সংশোধনের বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট, সেই ওসি প্রত্যাহার ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট, সেই ওসি প্রত্যাহার ভাঙ্গায় অবরোধ চলছে, ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ ভাঙ্গায় অবরোধ চলছে, ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ কিরগিজস্তান থেকে দেশে ফিরেছেন ১৮০ বাংলাদেশি কিরগিজস্তান থেকে দেশে ফিরেছেন ১৮০ বাংলাদেশি কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত বছরে ২০ হাজার আত্মহত্যা, ৩৫ শতাংশ কিশোরী বছরে ২০ হাজার আত্মহত্যা, ৩৫ শতাংশ কিশোরী