weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দীতে আজ ইসলামী যুব আন্দোলনের সমাবেশ, নাখোশ বাংলা একাডেমি

প্রকাশ : ১৭-০১-২০২৫ ১১:৪৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশ ঘিরে জটিলতা তৈরি হয়েছে। বাংলা একাডেমি ও অমর একুশে বইমেলা ২০২৫ পরিচালনা কমিটি মনে করে, সমাবেশ হলে বইমেলা যথাসময়ে আয়োজন অসম্ভব হবে।

বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার অনুরোধ জানিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন মেলা পরিচালনা কমিটির সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।
বাংলা একাডেমি সূত্র জানিয়েছে, এই সময়ে সমাবেশ হলে বইমেলার প্রস্তুতিতে সমস্যা হবে। তারা গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে সভাও করেছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে বিষয়টি নিয়ে চিঠি দিয়েছেন একাডেমির মহাপরিচালক। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মন্ত্রণালয়ে চিঠি লেখেন বাংলা একাডেমির মহাপরিচালক।

চিঠিতে মোহাম্মদ আজম বলেন, বাংলা একাডেমি অমর একুশে বইমেলা-২০২৫ আয়োজনের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ১ জানুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত বরাদ্দ পেয়েছে। বইমেলার প্রস্তুতি, বিশেষত স্টল নির্মাণের কাজ আংশিক সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তর একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে অন্যান্য সমাবেশ ও কার্যক্রম আয়োজনের জন্য অনুমতি প্রদান করেছে। এতে বইমেলা হুমকির মুখে পড়েছে। একই সময়ে অন্য কোনো সমাবেশ উদ্যানে হলে বইমেলা আয়োজন করা অসম্ভব।

এবারের অমর একুশে বইমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এই পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে বইমেলার জন্য বরাদ্দ স্থানে অন্য কোনো সভা সমাবেশের অনুমতি থাকলে তা বাতিল করার কথা বলেছেন বাংলা একাডেমির মহাপরিচালক।

সম্মেলন শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে কিনা জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির বলেন, আমরা তো দুই মাস ধরে এখানে সম্মেলন করার জন্য প্রস্তুতি নিয়েছি। শুক্রবার জুম্মার নামাজের পর থেকে আমাদের সম্মেলন শুরু করার পরিকল্পনা রয়েছে।

তবে গণপূর্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, সম্মেলনটি অন্যত্র আয়োজনের ব্যাপারে আলোচনা হয়েছে। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনটি নাও হতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪